ইসরাইলের প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান: গাজায় পরিস্থিতি আরও অবনতির পথে
- By Jamini Roy --
- 28 October, 2024
গাজায় চলমান সংঘাতের মধ্যেই মিশরের দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৭ অক্টোবর) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই যুদ্ধবিরতির প্রস্তাব দেন। রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, “আমরা কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চারজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার জন্য গাজা উপত্যকায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম। তারপর ১০ দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালানোর পরিকল্পনা ছিল।”
মিশরের এই প্রস্তাব ইসরাইলের বেশিরভাগ মন্ত্রীর সমর্থন পেলে ও নেতানিয়াহুর বিরোধিতায় তেল আবিব তা প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, “হামলার মধ্যেই আলোচনা চলবে।” ইসরাইলের নিরাপত্তা সংস্থা এই প্রস্তাব সমর্থন করেছে বলে ইসরাইলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে।
ইসরাইলের ধারণা, প্রায় ১০১ জন নাগরিক এখনও গাজার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে বন্দি রয়েছেন। ইসরাইলের বিমান হামলায় বন্দিদের মধ্যে অনেকেই নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এটি নতুন নয়; এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের নেতৃত্বে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের উদ্যোগ ব্যর্থ হয়েছে। অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, এ সংঘাতে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা প্রায় লক্ষাধিক।
গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, যেখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর এলাকাবাসী আরও আতঙ্কিত হয়ে পড়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উন্নতি আশা করতেই ব্যর্থ হচ্ছে।